ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নিখোঁজ মিথীলা মৌলিককে খুঁজছে পরিবার

২০২৩ সেপ্টেম্বর ১৮ ১৯:০০:৩২
নিখোঁজ মিথীলা মৌলিককে খুঁজছে পরিবার

ফরিদপুর প্রতিনিধি : নিখোঁজ কিশোরী মিথীলার বাবার নাম মধু মঙ্গল মৌলিক জানান, গত ১৭ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আমার বড় মেয়ে মিথীলা কে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি ও (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১২৪৩।

তিনি আরও বলেন, মিথীলার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি বয়স ১৪ বছর। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পলসাইর গ্রামে ।বর্তমান ফরিদপুর ওয়ারলেস পাড়া বসবাস করেন। কেউ তার খোঁজ পেয়ে থাকলে ০১৭৬৮৯০২২৮৮ ও ০১৯১১৯৩২৭২৭- মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন মধু মঙ্গল মৌলিক ।

(পিবি/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৩)