ঢাকা, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৬ বিষ সন্ত্রাসী কারাগারে

২০২৩ সেপ্টেম্বর ১৯ ১৯:৫৩:৫০
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৬ বিষ সন্ত্রাসী কারাগারে

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ৬ বিষ সন্ত্রাসীকে মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার দিবাগত গভীর রাতে সুন্দরবনের মরাপশুর খাল থেকে বনরক্ষীরা এই ৬ বিষ সন্ত্রাসীকে আটক করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন, বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল হাওলাদারের ছোট ভাই ফরিদ হাওলাদার (৪৫), একই এলাকার চঞ্চল হাওলাদার (২৫), লিটন হাওলাদার (২৬), সজিব বয়াতি বশিরুল খাঁন (২৮) ও আউয়াল খাঁন (২৭)। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক), বিষযুক্ত ৪০ কেজি বিভিন্ন মাছ, দুটি নৌকা ও দুই সেট অবৈধ টোন জাল উদ্ধার করে বনরক্ষীরা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিনিয়ত বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার করে আসছে জেলে নামধারী প্রভাবশালী একদল বিষ সন্ত্রাসী। তাদের কোন ভাবেই থামানো যাচ্ছে না।

সোমবার দিবাগত গভীর রাতে সুন্দরবনের মরাপশুর খাল টহলরত বনরক্ষীরা বিষ দিয়ে ধরার সময় দুই বোতল বিষ (কীটনাশক), বিষযুক্ত ৪০ কেজি বিভিন্ন মাছ, দুটি নৌকা ও দুই সেট অবৈধ টোন জালসহ ৬ বিষ সন্ত্রাসীকে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে সুন্দরবনের মরাপশুর টহল ফাঁড়ির কর্মকর্তা মোখলেছুর রহমান বাদী হয়ে এই ৬ বিষ সন্ত্রাসীর নামে দাকোপ থানায় বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(এসএসএ/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৩)