ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় ডেঙ্গু কেড়ে নিলো গৃহবধূর প্রাণ

২০২৩ সেপ্টেম্বর ১৯ ২০:০০:১৫
সালথায় ডেঙ্গু কেড়ে নিলো গৃহবধূর প্রাণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সালথায় মিতু খানম কথা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই গৃহবধূর মৃত্যু হয়।

মিতু সালথা উপজেলার সদর বাজার সংলগ্ন সালথা পাড়ার জুলেয় মাতুব্বারের স্ত্রী। তার ১ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করলে ডেঙ্গু ধরা পড়ে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৃহবধুর স্বামীর চাচাতো ভাই বাদল হোসেন বলেন, কথার অবস্থা খারাপ মনে হলে তাকে গত শনিবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। তার লাশের দাফন সম্পন্ন হয়েছে।

(এএনএইচ/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৩)