ঢাকা, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঝিনাইদহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
২০২৩ সেপ্টেম্বর ২৫ ২৩:৩৬:০৮
অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গুঞ্জনগর এলাকা এক কেজি গাঁজাসহ সাজিম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত সাজিম হোসেন কালীগঞ্জ উপজেলার চাপালি এলাকার গোলাম সারোয়ারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, গুঞ্জনগর এলাকায় শ্যামল বসাকের চায়ের দোকানের সামনে গাঁজা বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন। সেসময় সাজিম হোসেনের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয় । উদ্ধারকৃত গাজার বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা হবে বলে প্রাথমিক ভাবে পুলিশ জানান। এ ঘটনায় সাজিম হোসেনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
(একে/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২৩)