ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সখীপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন

২০২৩ নভেম্বর ২০ ১৮:৪৫:৩৬
সখীপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : ‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই-সকলে মিলে এন্টিমাইক্রোরিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন করেছে।

আজ সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা, সামিউল বাসির, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলাম, ডা. রেজাউননবী অনিক, আবাসিক কর্মকর্তা ডা. সায়হাম আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ প্রমুখ।

এসময় স্বাস্থ্য কর্মকর্তা ডা.রুহুল আমীন মুকুল বলেন, চিকিৎসকের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক ব্যবহার না করার জন্য অনুরোধ করে বলেন, এতে স্বাস্থ ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থেকে যায়।

(এসএম/এসপি/নভেম্বর ২০, ২০২৩)