ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

প্রচ্ছদ » ফিচার » বিস্তারিত

আজ উদাস থাকার দিন

২০২৩ নভেম্বর ২৫ ১৪:১০:৫৭
আজ উদাস থাকার দিন

নিউজ ডেস্ক : পৃথিবীতে নানা মানুষের হাজারো রকম বৈশিষ্ট। চিন্তা-ভাবনা, কাজ কর্মে এক একজন এক এক ধরনের হয়ে থাকে। কেউ হয়তো কাজে কর্মে খুব সিরিয়াস, খুব পরিশ্রমী আবার অনেকেই আছে কিছুটা উদাসীন। জীবনের ধরাবাঁধা নিয়মে চলতে এদের বেশ খানিকটা অনীহা আছে। নিজের ইচ্ছা মতো , আপন কল্পনার জগতে বিচরণ করা এইসব মানুষেরই দিন আজ। হ্যাঁ! আজ ২৫ নভেম্বর, উদাস দিবস। তাই আজকে একটু উদাস তো থাকাই যায়।

প্রতিদিনের কাজের চাপ থেকে আজকে না হয় কিছুটা অবকাশ নিয়ে নিজের ভাবনার জগতে বিচরণ করলেন। জীবনের গতির সঙ্গে উদাসীনতার বন্ধুত্ব করতে পারেন আজকের এই দিনে। অন্তত, যান্ত্রিক জীবনের চাপ থেকে মুক্ত থাকতে এক দিনের জন্য হলেও উদাসীনতাকে আজ বিশেষভাবে উপভোগ করুন।

যদিও এটি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিত হওয়া দিবস। তবে বিশ্বায়নের এই যুগে যেকেনো দিবস, যেকোনো স্থানে পালন করতে তো বাধা নেই। আর চাপমুক্ত থেকে একটা দিন নিজের মতো কাটাতে ক্ষতি কী!

যতদূর জানা গেছে, টমাস ও রুথ রয় নামের এক মার্কিন দম্পতির হাত ধরে দিবসটি পালন শুরু হয়। উদাসীনতাকে উদ্‌যাপনের জন্যই মূলত এমন দিনের প্রবর্তন করেন তারা।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২৩)