প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
আলফাডাঙ্গায় মাদকসহ যুবক গ্রেফতার
২০২৩ ডিসেম্বর ০৩ ১৮:০৪:৪৩মো: তন্ময় উদ্দৌলা, আলফাডাঙ্গা : ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. আশিক মুন্সি (২৯) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রবিবার (৩ ডিসেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক আশিক মুন্সি পাশ্ববর্তী কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের নিরু মুন্সির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. আসলাম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় উপজেলার কামারগ্রাম পূর্বপাড়া মাদ্রাসা মোড় থেকে আশিকে গ্রেফতার করেন । পরে তার শরীর তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন উত্তরাধিকার৭১নিউজকে জানান, ‘ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
(টিইউ/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৩)