ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

২০২৩ ডিসেম্বর ০৭ ১৭:১০:০৩
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি ঢাকা থেকে টুঙ্গিপাড়া এসে পৌছান। তারপর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন । তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি অতল সম্মান প্রদর্শন করেন।

এরপর বঙ্গবন্ধু কন্যা ফাতেহাপাঠ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করেন বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় দেশের সুখ, শান্তি, অগ্রগতি, অব্যাহত উন্নয়ন ও কল্যাণের জন্য।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন। বেলা পৌনে ১ টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকার সরকারী বাসভবন গনভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সড়কপথে রওনা হন। পদ্মাসেতু হয়ে তিনি বেলা ৪ টায় টুঙ্গিপাড়া এসে পৌছান।

প্রধানমন্ত্রী তাঁর টুঙ্গিপাড়ার বাসভবনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন বলে জানাগেছে।

আগামীকাল শুক্রবার(০৮ ডিসেম্বর)সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মিদের সাথে বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানাগেছে। কোটালীপাড়া উপজেলাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা।

নেতা-কর্মিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে বেশ উৎফুল্ল এবং তার নির্দেশনার জন্য অধির আগ্রহে প্রহর গুনছেন। নির্বাচনী আচরন বিধি লংঘন যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে কোন রাজনৈতিক কর্মসূচীতে অংশ নিচ্ছেন না বলে দলীয় সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে আইন শৃংখলা রক্ষা বাহিনী।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৩)