ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চার দেশের রাষ্ট্রদূতের শ্রদ্ধা
২০২৩ ডিসেম্বর ০৮ ১২:৫২:৪২
স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
রাষ্ট্রদূতরা হলেন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ এহ্মাদ মারুফ, মিশরের রাষ্ট্রদূত ওমার মোহি এলদিন আহমেদ ফাহমি, হলি-সি ভ্যাটিকানের এপস্টলিক নানসিও কেভিন র্যান্ডাল এবং শ্রীলংকার রাষ্ট্রদূত ধর্মপালা বিরাক্কডি।
শ্রদ্ধা নিবেদনের পর তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে রাষ্ট্রদূতরা পরিদর্শকের বইয়ে সই করেন। এসময় তাদের জাদুঘরের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।
(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০২৩)