ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

রিয়াজুল ইসলাম রিয়াজ'র ছড়া

২০২৩ ডিসেম্বর ২৪ ১৬:০৪:৩৩
রিয়াজুল ইসলাম রিয়াজ'র ছড়া








মাঝী'র প্রশ্নের দলীয় উত্তর

নৌকা দিলেন পাল ছিঁড়ে
কেমন করে ভিড়াই তীরে!
স্রোতের টানে ছেড়ে দিয়ে-
বৈঠা-টিও নিলেন কেড়ে?

-আজীবন নৌকা তীর ধরেছে
ডেউ আর উজান ঠেলে,
দর্শকপূর্ণ আন্তর্জাতিক মাঠ
খেলে যাও 'লাইক' পেলে!

জনসাধারণ খুঁজে-খুঁজে
একজন নিবে তীরে,
কাকে ধরবে, কাকে ছাড়বে
দেখবনা তা ফিরে!

যোগ্যতায় যে জয়ী হবেন
তাকেই নিবো আমি,
আমার কাছে গণ রায়টি
সবার চেয়ে দামি।

মুখ চিনে জিতিয়ে আনবো
ওই দায়িত্ব নিবো না,
জোর করে বা খালি মাঠে
গোল দিতে দিবো না!

আইন ভাঙলে শাস্তি পাবে
বলে দিলাম সাফ,
নিয়মনীতির বাইরে গেলে-
কেউ পাবেনা মাফ।

খেলার মাঠে সবাই খেলে
জিতে কি আর সব,
নিয়ম মেনে ওয়ার্ক করো-
বাকী যা করেন 'রব'!