ঢাকা, মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » কৃষি » বিস্তারিত

সালথায় পরীক্ষামূলক সূর্যমুখী চাষে সফল কলেজ ছাত্র অপূর্ব

২০২৪ মার্চ ১৩ ১৮:৪৫:৫৯
সালথায় পরীক্ষামূলক সূর্যমুখী চাষে সফল কলেজ ছাত্র অপূর্ব

আবু নাসের হুসাইন, সালথা : পড়ালেখার পাশাপাশি পরীক্ষামূলক সূর্যমুখী চাষে সফল হয়েছেন ফরিদপুর সরকারী কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র অপূর্ব বিশ্বাস। সফল এই কলেজ ছাত্র সালথা উপজেলার গট্টি ইউনিয়নের দরগাহ গট্টি গ্রামের বাসিন্দা। বাড়ীর পাশে অনাবদি ১৩ শতক জমিতে পরীক্ষামুলকভাবে সুর্যমূখী ফুলের চাষ করেছেন তিনি।

জমিতে সারি সারি বড় বড় গাছ, গাছের মাথায় ঢালার মতো বড় বড় ফুলগুলো চেয়ে আছে সুর্যের দিকে।

কলেজ ছাত্র অপূর্ব বলেন, সূর্যমুখী চাষে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পূরণ হবে তেলের চাহিদা। সেই লক্ষে আমি নিজ উদ্যেগে বাড়ীর পাশে পরীক্ষামূলক ৩শ থেকে ৪ শ ফুলের চারা রোপন করেছি। তারপর লেখাপড়ার অবসরঃ সময়ে চারাগুলোের পরিচর্যা করেছি। এতো বড় গাছ হবে কখনও ভাবতে পারিনি। বর্তমানে সুর্যমূখী ফুল অনেক সুন্দর হয়েছে৷ আগামী বছর বেশি করে ফুলের চাষ করবো ।

অপূর্ব আরো বলেন, বাড়ীর পাশে যেসব জমি খালি পড়ে আছে, সেসব জমিতে সুর্যমূখী চাষ করলে সুন্দর হবে। সবাইকে অনাবাদি জমিগুলোতে ফুল চাষের আহবান জানান তিনি।

সালথা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তুরাজ বলেন, ভোজ্যতেলের স্বয়ং সম্পূর্ণ অর্জনের লক্ষে সরিষার আবাদ যেভাবে প্রয়োজন, সেভাবে সূর্যমূখীর আবাদও প্রয়োজন। সরিষার পাশাপাশি সূর্যমুখী চাষে কিছু কিছু চাষী আগ্রহ দেখাচ্ছে। তরুন যুবক অপূর্ব বিশ্বাসের মতো অনেকেই সীমিত জমিতে চাষ করছেন। হয়তো আগামী দুই বছরের মধ্যে কিছু কিছু জায়গায় বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হতে পারে ।

তিনি আরও বলেন, সূর্যমুখীর আবাদ শুরু হলে তাদের প্রযুক্তিগত সহযোগিতা করা হবে প্রতিনিয়তই তাদের পাশে থেকে।

(এএনএইচ/এএস/মার্চ ১৩, ২০২৪)