ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

নোয়াখালীতে সাংবাদিক কল্যাণ এসোসিয়েশনের ইফতার ও ঈদ উপহার বিতরণ

২০২৪ এপ্রিল ০৬ ২১:০৩:১৩
নোয়াখালীতে সাংবাদিক কল্যাণ এসোসিয়েশনের ইফতার ও ঈদ উপহার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে সাংবাদিক কল্যাণ এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ এপ্রিল (শনিবার) বিকেল ৫ টায় নোয়াখালী জেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থিত নোয়াখালী ভয়েস ডট নেট কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজনে নোয়াখালী ভয়েস ডট নেট সম্পাদক ও সাংবাদিক কল্যাণ এসোসিয়েশনের অর্থ সম্পাদক জিয়ারউর রহমান।

সাংবাদিক কল্যাণ এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুনু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী স্থাণীয় দৈনিক দিশারী'র প্রকাশক ও সম্পাদক আকাশ মোঃ জসিম, এতে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ ইদ্রিস, সাজ্জাদ, ফয়সাল, ইকবাল, সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন, মোঃ সেলিম, আব্দুল্যাহ চৌধুরী, সানজিদা আক্তার, মোঃ রুবেলসহ সংগঠনের সদস্য বৃন্দ।

প্রধান অতিথি আকাশ মোঃ জসিম বলেন, অনেক সাংবাদিক সংগঠন আছে হঠাৎ করে আত্নপ্রকাশ করে আবার কিছুদিন পর বিলুপ্ত হয়ে যায়। সাংবাদিক কল্যাণ এসোসিয়েশন দীর্ঘদিন সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে আজকের অনুষ্ঠান তার প্রমাণ ন্যায় নীতিতে অটল থাকলে এ সংগঠন বহুদূর এগিয়ে যাবে।

ইফতার ও দোয়া শেষে সকল সাংবাদিকদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

(আইইউএম/এপ্রিল ০৬, ২০২৪)