ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কো-অপারেটিভ ব্যাংকের সম্পত্তি দখলমুক্ত করার দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন

২০২৪ এপ্রিল ২৭ ১৬:২০:৫৯
কো-অপারেটিভ ব্যাংকের সম্পত্তি দখলমুক্ত করার দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে কো-অপারেটিভ ব্যাংক (কেন্দ্রীয় সমবায় সমিতির) জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় মাদারগঞ্জ পৌর এলাকার গ্রাবের গ্রাম বাজারে পুরাতন ডাক বাংলার সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মাদারগঞ্জ ছায়ানীড় সংঘের সদস্য রাশেদ খান রিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় উপজেলার বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলুলবারী রাজু বলেন, মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতিটি ১৯২৩ সালে স্বৈরশাসনের হাত থেকে কৃষকদের মুক্তির জন্য এই কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি (কো-অপারেটিভ ব্যাংক) চালু করা হয়। বর্তমানে ব্যাংকটি কিছু অসাধু ব্যক্তি গোপনে কমিটি করে নিজেদের ভোগদখলে নিয়ে জায়গা আত্মসাৎ করবার পাঁয়তারা চালাচ্ছে। আমরা এই অবৈধভাবে দখলদারের হাত থেকে প্রতিষ্ঠানটি মুক্ত করে সংস্কারসহ প্রয়োজনীয় উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ এবং রক্ষণাবেক্ষণসহ সকল ধরনের অনিয়ম দূর করে ব্যাংক কার্যক্রম চালুর দাবি জানাচ্ছি। এছাড়াও পুরাতন ডাক বাংলা ও কেন্দ্রীয় পোস্ট অফিসের উন্নয়ন এবং নিয়মিত কার্যক্রম চালুর দাবি জানাচ্ছি।

এ সময় এলাকাবাসীর পক্ষে আরও বক্তব্য রাখেন, স্থানীয় কৃষক সাফর আলী, আইয়ুব খান, আব্দুল মামুন খান, মো. আজিজুল হক, আকবর আলী খান, স্বপনা পারভীন প্রমূখ।

(আরআর/এসপি/এপ্রিল ২৭, ২০২৪)