ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গরমে স্বস্তি দিতে ছাত্র অধিকার পরিষদ’র শরবত বিতরণ

২০২৪ এপ্রিল ২৭ ১৮:০৪:৩৩
গরমে স্বস্তি দিতে ছাত্র অধিকার পরিষদ’র শরবত বিতরণ

শেখ ইমন, শৈলকুপা : গরমে স্বস্তি দিতে ঝিনাইদহের শৈলকুপায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়েছে। আজ শনিবার ‘ছাত্র অধিকার পরিষদ’ শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় শৈলকুপা প্রেসক্লাবের সামনে বিভিন্ন দোকানি, যানবাহন চালক, পথচারী, যাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষদের মাঝে এ শরবত বিতরণ করা হয়।

শরবত খেয়ে পথচারীরা বলছেন, ‘সবাই মিলে যে আয়োজন করেছে এটি প্রশংসনীয়। এ ধরণের আয়োজন আমাদের অংশ নেয়া উচিত। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

ছাত্র অধিকার পরিষদ শৈলকুপা শাখার সভাপতি রায়হান বলেন, ‘এক গ্লাস শরবতের দাম ১০ টাকা। অনেক মানুষ কিনে খেতে পারে না। অনেকে যানবাহনে যাতায়াতের সময় তৃষ্ণা পেলেও পানি বা শরবত পানের সুযোগ থেকে বঞ্চিত হয়। এ ধরনের আয়োজনে সবাই উপকৃত হয়।’

প্রসঙ্গত, এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, ঝিনাইদহ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাব্বি হাসান, সহ-সভাপতি মো: হুরায়রা, ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো: মেহেদী হাসান, যুব অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শান্ত হোসেন, পেশাজীবি অধিকার পরিষদের ইমরান হোসেন, শাজাহান বিশ্বাস, সজিবুল ইসলাম সজীব, মানিক, ইসমাইল হোসেন, রিয়াজ হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

(এসআই/এসপি/এপ্রিল ২৭, ২০২৪)