ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

ফুলপুরে তীব্র তাপমাত্রায় বেড়েছে জ্বর-ডায়রিয়ার প্রকোপ

২০২৪ মে ০১ ১৬:২৮:১৭
ফুলপুরে তীব্র তাপমাত্রায় বেড়েছে জ্বর-ডায়রিয়ার প্রকোপ

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর তীব্র গরমে বৃদ্ধি পেয়েছে নিউমোনিয়া, জ্বর ও ডায়রিয়ার প্রকোপ। উপজেলায় তাপমাত্রা ৩২ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পাওয়ায় দিশেহারা মানুষ। উপজেলার ১০টি ইউনিয়নেই দেখা দিয়েছে এ সমস্যা। সেই সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও স্বজনরা।

চিকিৎসকরা বলছেন, তীব্র তাপদাহের কারণে নিউমোনিয়া, জ্বর ও ডায়রিয়ার রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দ্বিগুণের বেশী রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। রোগী ভর্তি বেশী হওয়ায় বেডে স্থান না পেয়ে অনেকেই ফ্লোরে নিচ্ছেন চিকিৎসা সেবা। ওইসব রোগে আক্রান্তদের বেশীর ভাগই শিশু।

উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় রোগীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

(এস/এসপি/মে ০১, ২০২৪)