ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

অপহরণ মামলা প্রত্যাহার না করায় তরুণীকে ফের অপহরণ

২০২৪ মে ২৪ ১৮:০৯:২৩
অপহরণ মামলা প্রত্যাহার না করায় তরুণীকে ফের অপহরণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অপহরণ মামলা প্রত্যাহার না করায় হিন্দু তরুণীকে ফের অপহরণ করা হয়েছে। এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগীর পরিবার গত বৃহস্পতিবার দুপুরে অপহরণকারী ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা গ্রামের।

ওই গ্রামের সুনীল মন্ডলের ছেলে সুকান্ত মন্ডল অভিযোগ করে বলেন, গত বছরের ১ জুন আমার বোনকে অপহরণ করে নিয়ে যায় পার্শ্ববর্তী বাড়ির মানিক বেপারীর ছেলে সজন বেপারী। এ ঘটনায় সজনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বোনকে উদ্ধার করা হয়। ওই মামলায় দীর্ঘদিন জেলখাটে আসামি সজন। পরবর্তীতে জেল থেকে বের হওয়ার পর সজন ও তার পরিবারের সদস্যরা মামলা উত্তোলনের জন্য চাপ প্রয়োগ করে আসছিলো। কিন্তু মামলা উত্তোলণ করতে রাজি না হওয়ায় গত এক সপ্তাহ পূর্বে আমার বোনকে পূণরায় অপহরণ করে নিয়ে যায় সজন বেপারী ও তার সহযোগীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও আমাদের অভিযোগ নেওয়া হয়নি। পরে নিরুপায় হয়ে বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেছি।

গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, অভিযোগের কপি হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/মে ২৪, ২০২৪)