ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
বাধাহীন প্রত্যাশা
২০২৪ জুন ০৪ ১৬:১২:২৬দীপক চন্দ্র পাল
স্মৃতির পাতায় এখনো তুমি অম্লান।
তুমি ভুল করোনি আজো জীবন্ত প্রকৃতি।
রাতের শেষে মুগ্ধ নয়নে,
উচ্ছল মধুময় আহ্বান-
কখন হবে চার চোখের মিলন।
অবারিত উচ্ছাস, বাধাহীন প্রত্যাশা-
আকাংখার প্রবল ইচ্ছায় চেয়ে থাকা।
উদ্বেলিত মন, প্রাপ্তির সন্ধানে, গতিময়।
কখন আসবে সখা বাসনা স্রোতে
জীবনের সব সাচ্ছন্দ্য।
প্রবল আকাংখায় কাপছিলে তুমি,
বাকহীন উচ্ছাসে, মনে পরে সে কি আনন্দ।