ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

এবার ফিরাও মোরে

২০২৪ জুন ০৭ ১৯:৫০:১৮
এবার ফিরাও মোরে










শিউলি আহমেদ

এবার ফিরাও মোরে
তোমার ই চরণ তরে,
বেলা যে ফুরিয়ে যায়
হৃদয় ব্যাকুল তাই।
পথ দেখাও হে প্রভু
পথভ্রষ্ট পথিকেরে,
তোমারি চরণ তরে
ঠাঁই দাও তবু !
আঁধারে কাটে বেলা
দিবস হলো মেলা,
সময় ফুরিয়ে এলো,
ভুলে ভরা হিসেবের খাতা,
ভ্রান্তিতে ক্লান্ত
মন হয় না শান্ত ,
পথ খুঁজে দিশেহারা
পথ দেখাও প্রভু,
এবার ফেরাও মোরে
তোমারই চরণ তরে ।
অস্থির চিত্ত মম
তোমার ই সান্নিধ্যে হবে ধন্য,
ব্যাকুলতা মোর কর অবসান
দাও মোরে আশ্রয়
প্রার্থনা মোর তোমার তরে
এবার ফিরাও মোরে
তোমার ই চরণ তরে।।