ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

স্বাস্থ্য বিভাগের সব সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০২৪ জুলাই ১৩ ১৭:২১:৫০
স্বাস্থ্য বিভাগের সব সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে যে সব সমস্যা আছে তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এর জন্য কাজ করছে স্বাস্থ্য বিভাগ। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য যা যা করা দরকার তা সবই করা হবে।

আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসাপাতাল উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসকদের নিয়ে তিনি আরো বলেন, আমাদের স্থানীয় পর্যায়ের চিকিৎসা ব্যবস্থার আগে উন্নয়ন করতে হবে। দেশের প্রত্যন্ত এলাকা গুলিতেও যদি আমরা উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পারি তাহলে সারাদেশ থেকে মানুষ চিকিৎসা নিতে ঢাকামুখী হবেনা আর ঢাকার সাহেবরা বিদেশমুখী হবেনা। আমাদের চিকিৎসকদের মান অন্যান্য উন্নত দেশের চিকিৎসকদের চেয়ে কোন অংশে কম না। শুধু আমাদের চিকিৎসার মান ও যন্ত্রপাতির উন্নয়ন করে চিকিৎসা সেবা দিয়ে যেতে হবে। আমাদের চিকিৎসকদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে, কাগজে কলমে ভুল হলে তা সংশোধন করা সম্ভব। কিন্তু ভুল চিকিৎসা দিলে তা সংশোধন করা সম্ভব হয় না। আমরা দেশের প্রান্তিক এলাকার সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে না পারলে দেশের স্বাস্থ্য বিভাগের উন্নতি করতে পারবো না।

এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ, অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ এ কে আজাদ, জেলা প্রশাসক মাহাবুর রহমান, পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারী ও বেসকারী উদ্যোগে ২০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের নির্মান কাজে ব্যয় হয়েছে ১০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা।

(এফআর/এসপি/জুলাই ১৩, ২০২৪)