ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে আদালতে ড. ইউনূস

২০২৪ জুলাই ১৫ ১৩:৪৬:৫৬
অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে আদালতে ড. ইউনূস

স্টাফ রিপোর্টার : শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা দুদকের মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আসেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। তবে সাক্ষ্যগ্রণের জন্য সময় চেয়ে আবেদন করেছে ইউনূসের আইনজীবী।

মামলার অন্য আসামিরা হলেন-গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলাম, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম।

(ওএস/এএস/জুলাই ১৫, ২০২৪)