ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

২০২৪ জুলাই ১৫ ১৯:২৬:২২
নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি : নড়াইলের চাঞ্চল্যকর ফিরোজ শেখ হত্যা মামলায় মিন্টু শেখ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা-অনাদায়ে আরও ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুলাই) দুপুরে নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মিন্টু শেখ নড়াইলের কালিয়া উপজেলার মীর্জাপুর গ্রামের ইউনুছ শেখের ছেলে। এছাড়া এ মামলার অন্য আসামি একই গ্রামের মো. রাজা শেখ, মোছা. জরিনা বেগম, মোসা. মিনি বেগম ও মো. লিয়াকত শেখকে বেকসুর খালাসের আদেশ দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বিগত ২০১৩ সালের ২৬ জুলাই সন্ধ্যার পরে আসামি জরিনা ও মিনি বেগম ফিরোজ শেখের স্ত্রী লিপি বেগমকে মারপিট করে গুরুতর জখম করে। এ সময় স্থানীয় লোকজন এসে সংঘাত ঠেকিয়ে দেয় এবং মীমাংসার কথা বলে লিপি বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসে। কিন্তু আসামি পক্ষের লোকজন মীমাংসা না করে একই বছরের ২৭ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে ফিরোজ শেখকে হত্যার জন্য তার মাথায় লোহার মোটা শাবল দিয়ে আঘাত করে এবং বেদম মারপিট করে গুরুতর জখম করে। এ সময় স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে কালিয়া স্বাস্থ্য কেন্দ্রে এনে ভর্তি করে।

পরবর্তীতে আহত ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৩ সালের ২৯ জুলাই মৃত্যুবরণ করেন ফিরোজ। এ ঘটনায় নিহতের ভাই কুদ্দুস শেখ বাদী হয়ে একই বছর ৩০ জুলাই কালিয়া থানায় মিন্টু শেখসহ পাঁচজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

(আরএম/এসপি/জুলাই ১৫, ২০২৪)