ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘জামায়াত-শিবির বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে’ 

২০২৪ জুলাই ২৭ ১৭:৪০:২২
‘জামায়াত-শিবির বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে’ 

বিপুল কুমার, রাজৈর : পাকিস্তানি হানাদার বাহিনীর এ দেশীয় দোসর জামায়াত-শিবির বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘যে হাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন দিয়েছে সে হাত শুধু ভেঙে গুঁড়িয়ে দিলেই হবে না, তাদের চরম শাস্তি দিতে হবে।’

আজ শনিবার দুপুরে কোটা আন্দোলনের সহিংসতার মাদারীপুরে ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শনকালে তিনি এসব বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘যারা মাদারীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, অডিটরিয়াম, পুলিশ ফাঁড়ি, বাস, পেট্রল পাম্পসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না। তাদের দৃষ্টান্তমূলক বিচার করব। যেখানে আওয়ামী লীগের ঘাঁটি আজীবন, সেখানে জামায়াত- বিএনপি, শিবির-ছাত্রদল-স্বাধীনতাবিরোধীরা এত শক্তি কোথা থেকে পেল, সেটা আমাদের খতিয়ে দেখতে হবে।’

বিএনপি-জামায়েত ও স্বাধীনতা বিরোধী চক্রের অগ্নি সন্ত্রাস নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে মাদারীপুরের রাজৈরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে রাজৈর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে টেকেরহাট বন্দরের গোল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর- ২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান।

এছাড়াও উপস্থিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ। আরো উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারুল ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য জনতা।

(বিডি/এসপি/জুলাই ২৭, ২০২৪)