প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
‘বঙ্গবন্ধু একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখতেন’
২০২৪ আগস্ট ০১ ১৭:২৩:০১ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিলেন। তিনি কেবল দেশকে স্বাধীন করেই থেমে থাকেননি; তিনি একটি সুন্দর ও উন্নত দেশ গড়ে তোলার ইচ্ছা পোষণ করেছিলেন। দেশটিকে উন্নত করতে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটানোর পাশাপাশি, মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্য তিনি অঙ্গীকারবদ্ধ ছিলেন। যেন সবাই পেট ভরে খেতে পারে, অসুখ-বিসুখে প্রয়োজনীয় চিকিৎসা পায়, মাথা গোঁজার জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল থাকে, এবং সন্তানেরা যেন যথাযথ শিক্ষা লাভের সুযোগ পায়।’
শোকের মাসের শুরুতে নীলফামারীতে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে নীফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান নূর আরও বলেন, বঙ্গবন্ধু সবসময় একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখতেন। পরিবেশের উন্নতি ও রক্ষণাবেক্ষণের জন্য তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন বৃক্ষরোপণে। তিনি প্রতি বছর নিজ হাতে গাছ লাগাতেন এবং অন্যদেরও উৎসাহিত করতেন গাছ লাগাতে। এই উদ্যোগের মাধ্যমে তিনি একটি পরিবেশবান্ধব দেশ গড়ে তোলার লক্ষ্য অর্জন করতে চেয়েছিলেন।
শোক দিবসের শুরুতে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে নীলফামারী সদর উপজেলার ১৩৫টি ওয়ার্ডে ৭৫টি করে বনজ, ফলজ ও ঔষধী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগ সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের গাবের তলায় এই অনুষ্ঠানের আয়োজন করে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশীদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (সাবেক উপসচিব), পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।
অনুষ্ঠানে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যানসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
(ওআরকে/এএস/আগস্ট ০১, ২০২৪)