ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের ওপর হামলা ভাঙচুরের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

২০২৪ আগস্ট ২০ ১৬:০০:৪২
গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের ওপর হামলা ভাঙচুরের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

একে আজাদ, রাজবাড়ী : ‘হিংসা আর সংঘাত নয় বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’ স্লোগানকে সামনে রেখে ইস্ট ওয়েস্ট মিডিয়া সহ দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের ওপর হামলা ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ীর সকল গণমাধ্যম কর্মীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম মনিরুজ্জামান, সহ-সভাপতি ও বাংলা নিউজের প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান বক্তব্য রাখেন।

এসময় যমুনা টিভির প্রতিনিধি রুবেলুর রহমান, রিপোটার্স ইউনিটির সদস্য ও নিউজ ২৪ এর প্রতিনিধি মিঠুন গোস্বামী, রিপোর্টার্স ইউনিটির সদস্য ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি মঈনুল হক মৃধা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি শামীম রেজা, দেশ রুপান্তরের রাজবাড়ী প্রতিনিধি হালিম বাবু, একাত্তর টিভি জেলা প্রতিনিধি মেহেদী হাসান, তৃতীয় মাত্রার প্রতিনিধি রনজু আহমেদ, মাতৃকন্ঠের প্রতিনিধি সুজন বিষ্ণু, সাংবাদিক মোর্শেদ আলম মালেকসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়স্ট মিডিয়া লিমিটডর, কালর কন্ঠ, বাংলাদশ প্রতিদিন কার্যালয়সহ দশর বিভিন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানর উপর হামলা ও ভাঙচুরর তীব্র নিদা জানান। সেই সাথে গনমাধ্যম কর্মীদর উপর হামলাকারীদর দষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এ সময় তারা আরও বলেন, বর্তমানে গণমাধ্যমে ওপর দুষ্কৃতকারীরা যে ভাবে হামলা ভাঙচুর চালাচ্ছে তাতে সাংবাদিকতা হুমকির মুখে।

(একে/এসপি/আগস্ট ২০, ২০২৪)