প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
২০২৪ আগস্ট ২১ ১৭:২৪:২৩তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন কর্মসূচি করেছেন।
আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে গণমাধ্যমকর্মী, শুভসংঘের সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ হাতে হাত ধরে এ মানববন্ধন রচনা করেন।
মানববন্ধন চলাকালে দৈনিক কালেরকন্ঠের গোপালগঞ্জ প্রতিনিধি প্রসূন মন্ডল, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের একরামুল কবীর, যায়যায় দিন পত্রিকার এসএম নজরুল ইসলাম, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সামিউল আলিম, সাংবাদিক ফরিদ আহম্মেদ ও স্বেচ্চাসেবী সংগঠন প্রজ্জলিত গোপালগঞ্জের শাওন রাজীব বক্তব্য রাখেন।
বক্তারা গণমাধ্যম কার্যালয়ে হামলা ও ভাংচুরের নিন্দা জানিয়ে বলেন, এসব করে সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবে না। যারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিক কালেরকন্ঠ, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন, রেডিও ক্যাপিটাল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে একদল দৃর্বৃত্ত।
(টিবি/এসপি/আগস্ট ২১, ২০২৪)