প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত
রাজবাড়ীতে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন
২০২৪ আগস্ট ২৬ ১৭:৩৭:৩৩একে আজাদ, রাজবাড়ী : “হিংসা আর সংঘাত নয় বৈষম্যহীন স্বাধীন গনমাধ্যম চাই” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন কর্মসুচী পালন করেছে রাজবাড়ী জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকায় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গনমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
এ সময় দৈনিক কালের কন্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পালের সভাপতিত্বে গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম সেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের গোয়ালন্দ প্রতিনিধি আবুল হোসেন, নাগরিক টেলিভিশন ও দৈনিক যুগান্তরের রাজবাড়ী প্রতিনিধি হেলাল মাহমুদ, বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আজু শিকদার ও প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক রায়হানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়স্ট মিডিয়া লিমিটেড, কালের কন্ঠ, বাংলাদশ প্রতিদিন কার্যালয়সহ বিভিন গনমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর যে হামলা ও ভাঙ্গচুর করা হয়েছে আমরা এর তীব্র নিদা জানান। সেই সাথে গনমাধ্যমকর্মীদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
(একে/এসপি/আগস্ট ২৬, ২০২৪)