ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

প্রচ্ছদ » ফিচার » বিস্তারিত

বর্ষার মৌসুমে ডিঙ্গি নৌকা তৈরিতে ব্যস্ত সালথার কারিগররা

২০২৪ আগস্ট ৩১ ১৫:০৯:২২
বর্ষার মৌসুমে ডিঙ্গি নৌকা তৈরিতে ব্যস্ত সালথার কারিগররা

আবু নাসের হুসাইন, সালথা : বর্তমান বর্ষার মৌসুমে বৃষ্টির পানি ও নদীর জোয়াড়ের পানিতে ফরিদপুরের সালথা উপজেলা নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে কৃষি মাঠ, বিল ও বাওড়। বছরের শ্রাবণ-ভাদ্র থেকে কার্তিক মাস পর্যন্ত পানি থাকে এই অঞ্চলের কিছু গ্রামে। তখন মাঠে চলাচল, জেলেদের মাছ ধরা ও কৃষকের কৃষিপণ্য আনা-নেওয়ার জন্য একমাত্র বাহন হয়ে উঠে নৌকা। তাই এ সময়ে বেড়ে যায় নৌকার কদর। নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় কারিগররা। নতুন নৌকার পাশাপাশি অনেকে পুরাতন নৌকা মেরামতের জন্যও ছুটে আসেন তাদের কাছে।

সরেজমিনে উপজেলার নকুলহাটি, জয়কাইল ও মোন্তারমোড় বাজার ঘুরে দেখা যায়, কারিগররা ডিঙ্গি (কোসা) নৌকা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি পুরাতন নৌকা মেরামতের কাজও করছেন তারা।

তারা জানান, নৌকা তৈরিতে ব্যবহৃত সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় আগের চেয়ে উৎপাদন খরচ বেড়েছে।

নকুলহাটি বাজারের কাঠমিস্ত্রি মজনু ও সুশান্ত বলেন, সারাবছর কাঠের কাজ করি। বর্ষার সময় এলে নৌকার তৈরি করি। কড়ই ও উড়িআম কাঠ দিয়ে বেশিরভাগ নৌকা তৈরি করা হয়। এছাড়া আলকাতরা, তারকাটা ও গজলসহ বেশ কিছু উপকরণ প্রয়োজন হয়। এ বছর শতাধিক নতুন কোসা নৌকা তৈরি করা হয়েছে। এতে বাড়তি একটি আয় হচ্ছে আমাদের।

তারা আরও জানান, আকার ভেদে ছোট ডিঙি নৌকা বিক্রি করছি ৬হাজার থেকে ৮ হাজার টাকা।মাঝারি নৌকা বিক্রি করছি ৯ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা। বড় কোসা নৌকা এবছর বানানো হয়নি। বড় কোসা নৌকা কাঠ অনুযায়ী ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা বিক্রি করা হয়। নৌকা তৈরির কাঠ, লোহাসহ অন্যান্য সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় গত বছরের চেয়ে এবার খরচ কিছুটা বেশি পড়ছে।

উপজেলার ফুকরা গ্রামের কাঠমিস্ত্রি গুরুদাস বলেন, অন্যান্য কাজের পাশে ছোট-বড় পুরাতন নৌকা মেরামতের কাজ করি আমি। এই মেরামত কাজ করে দিনমুজুরী হিসেবে টাকা নেই। পুরাতন নৌকা মেরামত করতে খরচ কম হয় না। তারপর আবার আলকাতরা লাগিয়ে দিতে হয় নতুন ও পুরাতন নৌকাগুলোতে।

(এএনএইচ/এএস/আগস্ট ৩১, ২০২৪)