ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

কমলা হ্যারিসকে সমর্থন দিলেন টেইলর সুইফট

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৩:৩৮:১৬
কমলা হ্যারিসকে সমর্থন দিলেন টেইলর সুইফট

আন্তর্জাতিক ডেস্ক : পপ তারকা টেইলর সুইফট নিশ্চিত করে জানিয়েছেন, তিনি দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রধান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে সরাসরি বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টায় মার্কিন সম্প্রচার-মাধ্যম এবিসি নিউজে এ বিতর্ক শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে হওয়া এ বিতর্কটি ‘প্রেসিডেন্সিয়াল ডিবেট’ নামে পরিচিত। এই ডিবেটের পরে কমলা হ্যারিসকে সমর্থন করা সিদ্ধান্ত নিয়েছেন টেইলর সুইফট।

ইনস্টাগ্রামে টেইলর সুইফটের ২৮৩ মিলিয়ন ফলোয়ার। একটি পোস্ট করে কমলা হ্যারিসকে সমর্থন করার কথা জানান টেইলর সুইফট। তিনি বলেন, ‘ভোটার হিসেবে আমি কমলা হ্যারিস এবং টিম ওয়ালজকে ভোট দেব ২০২৪-এর প্রেসিডেনশিয়াল নির্বাচনে।’

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে এই ‘প্রেসিডেন্সিয়াল ডিবেট’ কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৪)