প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
লাইভ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ফোন (ভিডিও সহ)
২০১৫ জানুয়ারি ১৩ ১৪:৩৮:২৪
স্টাফ রিপোর্টার : একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন মঙ্গলবার। এ উপলক্ষে সকাল ৮টা থেকে চ্যানেল আইয়ে চলছিল নিয়মিত লাইভ গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। অতিথি বন্যা নিজেই। দর্শকদের টেলিফোন নিচ্ছিলেন উপস্থাপিকা। হঠাৎ করেই উপস্থাপিকা বিস্মিত। ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে।
এ সময় উপস্থাপিকাও অনেকটাই অপ্রস্তুত ছিলেন। রেজওয়ানাও প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞতা ও প্রধানমন্ত্রীর টেলিফোন এবারের জন্মদিনে তার শ্রেষ্ঠ প্রাপ্তি বলে জানান। এসময় শেখ রেহেনাও শিল্পীর সাথে কথা বলেন।
বন্যা বলেন, সত্যিই আমরা কৃতজ্ঞ। আমরা জাতি হিসেবে ধন্য। কেননা, আমরা একজন সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী পেয়েছি, যে কিনা সকালে ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শোনেন।
ক্লিক দ্যা লিংক
লাইভ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ফোন
(ওএস/এএস/জানুয়ারি ১৩, ২০১৫)