ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

এটিএন বিতর্ক  প্রতিযোগিতায় ফাইনালে আগ্রান উচ্চ বিদ্যালয়

২০১৫ সেপ্টেম্বর ০৯ ১৮:৩৩:৫৫
এটিএন বিতর্ক  প্রতিযোগিতায় ফাইনালে আগ্রান উচ্চ বিদ্যালয়

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান উচ্চ বিদ্যালয় ‘বিতর্কবিকাশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে উঠার কৃতিত্ব অর্জন করেছে।

ব্র্যাক, এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল আগামী ১২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। ফাইনালে আগ্রান উচ্চ বিদ্যালয় মুন্সীগঞ্জের ব্রজযোগনী জে. কে. উচ্চবিদ্যালয়ের মুখোমুখি হবে।

প্রতিযোগিতার আয়োজকরা জানায়, এ প্রতিযোগিতায় দেশের প্রায় ২ হাজার বিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তৃতীয়বারের মতো বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি উপস্থিত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ব্র্যাক-এর পরিচালক (শিক্ষা) ড. শফিকুল ইসলাম, এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজিশ আলী খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদে চৌধুরী কিরণ।

প্রসঙ্গত, ২০১৩ সালে বিতর্ক বিকাশের শিক্ষক বনাম শিক্ষক বিতর্কে বিদ্যালয়টি চ্যাম্পিয়ন ও ১২ তম বিটিভি বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপের কৃতিত্ব অর্জন করে।

(এমআর/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৫)