ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

দেবজ্যোতিকাজল’র কবিতা

২০১৬ সেপ্টেম্বর ১৭ ২০:২১:১৪
দেবজ্যোতিকাজল’র কবিতা







এই শহরে একলা ভিজি

কু-ঝিকঝিক বিষ্টি এলো, আষাঢ় শ্রাবণে
মুষলপর্ব ফেসবুকেতে স্ট্যাটাস আনে।
:
বিষ্টি বাঁশি, রাখাল মন, মোষের পিঠে
আজ বর্ষা, ছুটি তোমার, পিছল মাঠে।
:
খোলা দরজা, আয় ছেলেরা বিষ্টি ভিজি
হাততালিতে বিষ্টি এল, অতীত বুঝি।
:
মন উড়ে যায় ছদ্মবেশে শিশুরদলে। চল্লিশে।
বন্ধ চোখে , শ্যাওলা পড়া। জানলা ঘেঁষে।
:
একলা উড়ি মফসলে, পাশের বালিশ ফাঁকা
ভাল্লাগে না, কান্না পাওয়া চোখ দুটিও একা ।
:
বৃষ্টি বলে ডাকছি তোমায়, মেঘের কাছে শুনো
মনে পড়ে, শেষ চিঠিটার উত্তর দাওনি কেনো?
:
মেঘের নিচে, পথশিশু বস্তি পাতা। জলবন্দি।
মিছিল মিছিল অনেক হ'ল ,রইল তবু বান্দী।
:
বন্ধ মুখ বন্ধ থাক, ছোট্ট ছাদে টুপটাপ
তুমি যদি আমার হতে, ঠাসা জীবন টিপটাপ।
:
ঝাপসা তুমি ছিলে চোখে, ফিরলে আবার ফেসবুকেতে
কান্না পাওয়া চোখ দু'টোকে, তুলে রাখি অ্যালবামেতে।