ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

সাংবাদিক ফারুক আহমেদ পিনু’র দাফন সম্পন্ন

২০১৭ আগস্ট ১০ ২৩:২৪:০১
সাংবাদিক ফারুক আহমেদ পিনু’র দাফন সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি : এনটিভি’র কুষ্টিয়া স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ পিনু’র দাফন সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় ভেড়ামারা উপজেলার দামুকদিয়া হাইস্কুল ফুটবল মাঠে জানাযা শেষে তাকে মহারাজপুর গোরস্থানে দাফন করা হয়।

এর আগে বেলা ১২টার সময় কুষ্টিয়ায় পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ দিনের কর্মজীবনের সাথী কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের চোখের জলে ভাসিয়ে দুপুরে কুষ্টিয়া শহর ছেড়ে লাশ হয়ে ভেড়ামারায় তার গ্রামে ফিরে যান পিনু।

এসময় কুষ্টিয়ার সকলস্তরের সাংবাদিকসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ভেড়ামারা উপজেলার দামুকদিয়া হাইস্কুল ফুটবল মাঠে। সেখানে তাকে শেষবারের মতো দেখার জন্য হাজারো মানুষের ভীড় জমে।

গত মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ৮টার দিকে কলকাতার ইএম বাইপাস মুকুন্দপুরস্থ রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক হসপিটাল (আরএন ঠাকুর) এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ কুষ্টিয়ায় নিয়ে আনা হয়।

ফারুক আহমেদ পিনু’র এ অকাল মৃত্যু মেনে নিতে নারাজ তার সহকর্মী কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা।

গুনি এ সাংবাদিকের মৃত্যুতে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

(কেকে/এএস/আগস্ট ১০, ২০১৭)