ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

ডিসির সিএ পরিচয়ে চাঁদাবাজি

সিরাজগঞ্জ প্রতিদিনের সম্পাদক জেলে

২০১৭ আগস্ট ১৭ ১৬:৪৬:২৮
সিরাজগঞ্জ প্রতিদিনের সম্পাদক জেলে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) সিএ পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটকের পর স্থানীয় একটি পত্রিকার সম্পাদককে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

গ্রেপ্তার শাহরিয়ার আনোয়ার ফিরোজ ওরফে এস, এ ফিরোজ স্থানীয় দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক ও একই পত্রিকার সম্পাদক শহরের হোসেনপুর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক বদরুদ্দোজা জিমেল জানান, চলতি আগষ্ট মাসের শুরুতে জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের সচেতনতামূলক টেলিফিল্ম নির্মানে সহযোগিতা চেয়ে শাহরিয়ার আনোয়ার ফিরোজ নিজেকে জেলা প্রশাসকের সিএ পরিচয় দিয়ে সদর উপজেলার ডুমুরইছা গ্রামের ইমাজ উদ্দিনের কাছ ১০ হাজার টাকা দাবী করেন।

এক পর্যায়ে ইমাজ উদ্দিন তাকে বিক্যাশের মাধ্যমে ২ হাজার টাকা প্রদান করেন। এরপর ১৩ আগষ্ট ফিরোজ আবারও একই কারন দেখিয়ে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অস্বীকার করায় ফিরোজ তাকে মোবাইলে হুমকি ও ভয়ভীতি দেখায়। বিষয়টি সন্দেহ হলে ইমাজ উদ্দিন জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে ফিরোজের ভুয়া পরিচয়ের বিষয়টি নিশ্চিত হন।

এ ঘটনায় ১৫ আগষ্ট তিনি নিজে বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। বুধবার বিকেলে শহরের ইলিয়ট ব্রীজ এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।

(এমএস/এসপি/আগস্ট ১৭, ২০১৭)