ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

দীপক চক্রবর্তী’র ছড়া 

২০১৭ আগস্ট ২৪ ১৩:২৭:৫১
দীপক চক্রবর্তী’র ছড়া 







ভাগ্যে জোটে

উজান থেকে বানের পানি
জন্ম ভুমি বাংলায়,
ঢেউয়ের তোড়ে সব ভেসে যায়
ঝিঙ্গে ঝোলে জাংলায়।

ক্ষুধায় কাতর ছোট্ট শিশু
পাতে দু'টি হাত,
ঘর বাড়ি সব ভেসেগেছে
কেমনে জোটে ভাত ?

অনাহারে আছে কতো
বান ভাসীদের ছেলে,
দু'দিন আগেও চলতো ছুটে
মনের সুখে খেলে ।

এখন তারা ক্ষুধায় কাতর
ত্রাণ পেতে ছোটে,
আশায়- আশায় বসে থাকে
ভাগ্যে কখন জোটে ?

দুপুর গড়ে বিকেল হলো
আঁধার যখন ঘেরে,
বানভাসীদের শিশু গুলো
মলিন মুখে ফেরে ।