ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

সাদিয়া আকন্দ কাকন’র ছড়া

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১৮:৩৭:২২
সাদিয়া আকন্দ কাকন’র ছড়া







কল্পনার ছবি

হয়তো আমি শিল্পী নই,
নইবা কোনো কবি,
তবুও আমি আকঁতে পারি কল্পনারই ছবি।
কখনো আমি আকাশ থেকে নিই অনেক রং,
সঙ্গে আনি অনেক কিছু, সাথেও আছে ঢং।
আঁকতে বসি নানান কিছু, মনের ভেতর থেকে-
উৎসাহ দেয় ফুল পাখি সব,
একটু থেকে থেকে।
হঠাৎ দেখি অনেক দূরে,
স্বচ্ছ একটি ঝরনা-
সেথায় বসে মনের কোণে-
কতই না হয় ভাবনা।
ইচ্ছে করে আর কিছু রং-
যায় কি সাথে নেওয়া,
হঠাৎ দেখি কোথথে এক
আসছে ধেয়ে হাওয়া।
উলট-পালট করলো হাওয়া
মনে আঘাত দিয়ে-
ছাড়লো পরি নাওয়া খাওয়া, মাথায় হাত দিয়ে।