ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

‘মুক্তিযুদ্ধের সপক্ষে সাংবাদিকদের কলম চালাতে হবে’

২০১৭ সেপ্টেম্বর ২২ ১৫:২৭:০২
‘মুক্তিযুদ্ধের সপক্ষে সাংবাদিকদের কলম চালাতে হবে’

শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ৪ জেলার সাংবাদিকদের অংশগ্রহণে শেরপুরে ‘সাংবাদিকতার নীতিমালা, আচরণবিধি ও সংবাদপত্র সংশ্লিষ্ট আইনসমূহ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে ওই কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে নিরপেক্ষতা নয়, সাহসীকতার সাথে মুক্তিযুদ্ধের সপক্ষে সাংবাদিকদের কলম চালাতে হবে । সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে প্রেস কাউন্সিল আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি দাবি করেন শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এতে প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) শ্যামল চন্দ্র কর্মকার ও সাবেক সদস্য ড. উৎপল কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, বিটিভি জামালপুর প্রতিনিধি মোস্তফা বাবুল, বিটিভি শেরপুর প্রতিনিধি দেবাশীষ ভট্রাচার্য, ময়মনসিংহ প্রতিদিন সম্পাদক খায়রুল আলম রফিক, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমূখ।

কর্মশালা শেষে শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশ নেয়া ৬০ জন প্রতিনিধির হাতে সনদপত্র তুলে দেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান।

এদিকে বুধবার রাতে শেরপুর প্রেসক্লাব ভবনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) শ্যামল চন্দ্র কর্মকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলালুজ্জামান সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, তালাত মাহমুদ, দেবাশীষ ভট্টাচার্য, হাকিম বাবুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কিবরিয়া কামরুল।


(এসবিএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৭)