প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
চাটমোহরে দুই শিশুকে শিব-পার্বতী সাজিয়ে সমকামী বিয়ে
২০১৮ এপ্রিল ০৩ ১৮:২৬:৫০শামীম হাসান মিলন (পাবনা) : পাবনার চাটমোহরে সমকামী বিয়ে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বোঁথর গ্রামের রাম সরকার তার ছেলে গগন সরকারের (২১) সাথে হিন্দু ধর্মীয় মতে বিয়ে দেন একই উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাশী গ্রামের হাবিল উদ্দিনের ছেলে আলামিনের (১২)। মন্ডপ সাজিয়ে বিয়ে দেয়া হয় তাদের। এ সময় আলামিনের হাতে ছিল শাঁখা, মাথায় ছিল সিঁদুর, পড়নে ছিল ধুতি।
ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী মঙ্গলবার সকালে বিয়ে বাড়িতে চড়াও হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিয়ের ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রাম সরকারকে আটক করে।
এর আগে গত একসপ্তাহ আগে বোঁথর চড়ক মন্দির এলাকায় রাম সরকারের সাথে পরিচয় হয় আলামিনের। সে সময় আলামিন বিভিন্ন অলৌকিক কথা বললে রাম সরকার তাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যান।
রাম সরকারের ছেলে গগন সরকার বলেন, ‘গত এক সপ্তাহ আলামিন আমাদের বাড়িতে এসে নানা রকম আধ্যাত্মিক কথা বলতে শুরু করে। তারপর (আলৌকিক শক্তি) জেগে উঠতো। না দেখেই অনেক কিছু বলতো। এতে আমাদের বিশ্বাস হয়। এরমধ্যে আলামিনের ভর (অলৌকিক শক্তি) উঠলে আমার বাবাকে বলে ‘তোর ছেলের সাথে শিব-পার্বতী সাজিয়ে আমার বিয়ে দিলে পরিবারের কল্যাণ হবে।’ এরপরেই বাবা আমাদের বিয়ে দেন।’
আলামিনের মা রোজিনা খাতুন বলেন, ‘প্রতি বছর এই সময় আসলেই আলামিন বাড়িতে থাকতে চায় না। মাঝে মধ্যেই তার ভর (আলৌকিক শক্তি) ওঠে। এলাকার বিভিন্ন মানুষকে পানি পড়া দিতো। গত এক সপ্তাহ আগে আলামিন বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে লোকমুখে বিয়ের কথা শুনে ছেলেকে নিতে এসেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আহসান হাবীব বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য রাম সরকারকে আটক করা হয়েছে। আলামিনের পরিবারকে খবর দেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
(এসএইচএম/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)