প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ভাঙ্গায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন
২০২১ জানুয়ারি ০৩ ২৩:০৬:১৬
ফরিদপুর প্রতিনিধি : সরকারি নির্দেশনা অমান্য করে ফরিদপুরের ভাঙ্গায় যত্রতত্র ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অনেকটাই ওপেন সিক্রেট হয়ে পড়েছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে বালু উত্তোলনকারী ব্যবসায়ীরা বিভিন্ন এলাকায় বালু উত্তোলনের কাজ হরহামেশায় চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ এলাকাবাসীর।
জানা গেছে, উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর নদীর পাশে ড্রেজার মেশিন দিয়ে সাইদুল নামে একজন বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি খাস জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে জনসাধারণের যাতায়াত রাস্তা, ফসলি জমি ক্ষেত ও গোরস্থান বেশ হুমকির মুখে রয়েছে। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলকারীদের রাহু গ্রাস থেকে মুক্তির জন্য দ্রুত বন্ধের পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন সচেতন মহল।
এলাকার ক্ষতিগ্রস্ত একজন ভুক্তভোগী আলাউদ্দিন তালুকদার জানান, আমার বাড়ির পাশের বেশ কিছু সরকারি খাস জমি আমি ও আমাদের পরিবারের সদস্যরা ভোগ করে আসছিলাম। কিন্তু ওই জমি থেকে ব্যবসায়ীরা সাইদুল বালু উত্তোলন করে নগদ টাঁকা হাতিয়ে নিচ্ছে। আমরা গ্রামবাসী এর প্রতিবাদ করলে সাইদুল বিভিন্নভাবে আমাদের হয়রানী করে থাকে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি আলামিন মিয়া বলেন, সরকারী বিধি নির্দেশনা অমান্য করে যদি কেউ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি উপজেলা প্রশাসন থেকে অবশ্যই তদন্ত করা হবে ।
(এন/এসপি/জানুয়ারি ০৩, ২০২১)