ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ধানের শীষ মার্কা নিয়ে একা একাই ঘুরছেন শফিক

২০২১ জানুয়ারি ০৫ ২৩:৩৬:১৪
ধানের শীষ মার্কা নিয়ে একা একাই ঘুরছেন শফিক

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : আসন্ন নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জমে ওঠেছে প্রচার প্রচারণা। ডিজিটাল পদ্ধতিতে মাইকের প্রচার প্রচারণা সকাল থেকে রাত পর্যন্ত সরব থাকে পৌর এলাকা। রাস্তায় সাটানো হয়েছে সব প্রার্থীদের ব্যানার পোস্টার। নির্বাচনে জয়ের আগে পৌর এলাকায় যেন চলছে পোস্টার সাটানোর জয়ের প্রতিযোগিতা। মেয়র পদে আওয়ামী লীগ বিএনপির প্রার্থী মাইক ও পোস্টারের প্রচার প্রচারণায় পিছিয়ে নেই।

তবে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শফিক ধানের শীষ মার্কা নিয়ে ঘুরছেন একা একাই। দলের কোন নেতাকর্মীকে গণসংযোগকালে তার সংগে খুব একা দেখা যায়না। বিএনপি দলীয় নেতাকর্মীদের নির্বাচন পরিচালনা ও প্রচারনা নিয়ে অনেকেই বলছেন এ যেন বিএনপির নিয়ম রক্ষার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের গাছাড়া ভাব। কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা এখন পর্যন্ত চোখে পড়ার মতো গণসংযোগ করেননি।

বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শফিক মঙ্গলবার অভিযোগ করে বলেন, পৌর এলাকার বিভিন্ন স্থানে রাতের আধারে ধানের শীষ মার্কার সাটানো পোস্টার কে বা কারা ছিড়ে ফেলছে।

তিনি বলেন, একরকম একা একাই ধানের শীষ মার্কা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি। প্রচার প্রচারনার ক্ষেত্রে নেতাকর্মীদের মনে এক ধরনের ভয়ভীতি কাজ করছে। যে কারণে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে খুব একটা আসতে চাচ্ছেন না।

তিনি বলেন, মাঝে মধ্যে আমার সঙ্গে কোন দিন ২/৩ জনও গণসংযোগে থাকেন। তবে যে দিন না থাকেন সেদিন একা একাই ধানের শীষ মার্কা নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি।

পোস্টার ছেড়া ও ভয়ভীতির বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন কিনা জানতে চাইলে শফিকুল ইসলাম শফিক বলেন, মৌখিক ভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত দেইনি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি ধানের শীষ প্রতীক নিয়ে জয়ের বিষয়ে খুব আশাবাদী।

পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম সারির বিএনপির এক নেতা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এখন পর্যন্ত বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম শফিক পৌর বিএনপির সকল ওয়ার্ড নেতাকর্মীদেরকে নিয়ে নির্বাচন পরিচালনা ও প্রচারণার জন্য কোন মিটিং করেননি। করেননি কোন মতবিনিময়। একত্রে বসে আলোচনা না করলে এভাবেত আর নির্বাচন পরিচালনা হবে না। তিনি নির্বাচনকে অর্থবহ করে তুলতে দলের সকল সারির নেতাকর্মীদেরকে নিয়ে মতবিনিময় করে টিম গঠনের মাধ্যমে নির্বাচন পরিচালনা ও প্রচারনার দাবী জানান।

(এসবি/এসপি/জানুয়ারি ০৫, ২০২১)