ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

আজ ঢাকায় ফিরছেন সাকিব-মোস্তাফিজ

২০২১ মে ০৬ ১৫:৪৬:৫২
আজ ঢাকায় ফিরছেন সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে দেশে ফেরানো নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়। বিশেষ করে ভারতে ভয়াবহ করোনা সংক্রমণের কারণে বাংলাদেশ সরকার দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার পর তাদের দেশে আসা নিয়ে জটিলতা তৈরি হয়।

অবশেষে সব জটিলতা কাটিয়ে আজ ঢাকায় ফিরে আসছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তারা ফিরছেন। দু’দিন আগে থেকেই শোনা যাচ্ছে এ খবর। যেহেতু বিমান চলাচল বন্ধ, তাই চার্টার্ড ফ্লাইট ছাড়া আসার কোনই উপায় নেই। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান সেই চার্টার্ড ফ্লাইটে করেই দেশে ফিরছেন- বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন গত পরশু মঙ্গলবার রাতেই এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি বিসিবি মনিটর করছে। তবে সাকিব ও মোস্তাফিজের চার্টার্ড ফ্লাইটে করে দেশে ফেরার বিষয়টি দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, আইপিএল কর্তৃপক্ষ ও তাদের ফ্র্যাঞ্চাইজিরা।

সেভাবেই সব কিছু হয়েছে এবং শেষ খবর, আজ ৬ মে বৃহস্পতিবার দেশে ফিরে আসছেন সাকিব ও মোস্তাফিজ। তাদের দু’জনের দেশে ফেরার পর দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তাই দেশে ফেরা বিলম্বিত হলে সাকিব ও মোস্তাফিজের শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম (২৩ মে) ম্যাচ খেলা কঠিন হয়ে যেত। তাই তাদের যত দ্রুত সম্ভব দেশে ফেরত আনার চেষ্টা চলছিল এবং সে কাজটি তদারক করেছেন বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।

আজ দুপুরের পরপরই মুঠোফোন আলাপে নিজামউদ্দীন চৌধুরী সুজন নিশ্চিত করেন, ‘আজই দেশে ফেরত আসছেন সাকিব ও মোস্তাফিজ।’ তবে তারা কখন আসবেন, তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

ধরে নেয়া হচ্ছে তাদের ফিরতে ফিরতে হয়তো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাবে। কারণ একজন অবস্থান করছেন আহমেদাবাদে। অন্যজন মুম্বাইয়ে। তাদের একত্রিত করা, চার্টার্ড ফ্লাইটে ওঠানো এবং ঢাকা অভিমুখে যাত্রা নিশ্চিত করতে করতে হয়ত বাংলাদেশ সময় বিকেল হয়ে যাবে। এরপর বিমানে আসতেও অন্তত তিন থেকে চার ঘণ্টার মত সময় লাগবে।

তাই সাকিব ও মোস্তাফিজের ঢাকা আসতে আসতে সন্ধ্যা পার হচ্ছে, এটা প্রায় নিশ্চিত।

(ওএস/এসপি/মে ০৬, ২০২১)