ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় ১১ জন নিহত

২০২১ মে ১১ ১৫:৪১:২২
রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। স্কুলটিতে কমপক্ষে ছয়-সাতজনকে এক বন্দুকধারী জিম্মি করে রেখেছে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম লাইভইউএম্যাপ এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা আরআইএ’র বরাতে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কাজান শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটেছে।

আরআইএ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, স্কুলের চারতলা ভবনের তিনতলায় দুই শিশু মাথা নিচু করে বসে রয়েছে। এসময় সেখানে গুলির শব্দ শোনা যাচ্ছিল।

কিছু রুশ গণমাধ্যম দাবি করেছে, দুই কিশোর বন্দুকধারী এ হামলা চালিয়েছে। কেউ কেউ অবশ্য একজন হামলাকারী থাকার কথা বলছে।

আরআইএ জানিয়েছে, ১৯ বছর বয়সী এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে এক পুলিশ কর্মকর্তা এক তরুণকে স্কুলভবনের বাইরে মাটিতে চেপে ধরে রেখেছেন দেখা গেছে।

স্কুলে গুলির পাশাপাশি বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

লাইভইউএম্যাপ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুলটির ভেতর বিশেষ বাহিনীর সদস্যরা প্রবেশ করেছেন।

হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

রাশিয়ায় স্কুলে হামলার ঘটনা বেশ বিরল। সবশেষ দেশটিতে এধরনের বড় ঘটনা ঘটেছিল ২০১৮ সালে। সেসময় রুশদের দখলকৃত ক্রিমিয়ার একটি কলেজে এক শিক্ষার্থী হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করে এবং পরে নিজেও আত্মহত্যা করে।

(ওএস/এসপি/মে ১১, ২০২১)