ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কটিয়াদী হাওরে চক্ষু চিকিৎসা সেবার নতুন দিগন্তের সূচনা

২০২১ জুন ১৯ ২৩:২১:৩৫
কটিয়াদী হাওরে চক্ষু চিকিৎসা সেবার নতুন দিগন্তের সূচনা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘মানিকখালী হাওর চক্ষু ক্লিনিক’ এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রত্যন্ত হাওর এলাকায় চক্ষু চিকিৎসা সেবার নতুন দিগন্তের সূচনা করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

আজ শনিবার সকালে এম.টি.টি.আই এর চেয়ারম্যান নুসরাত নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ট্রাস্টের উপদেষ্টা আহমেদ ইউসুফ হোসেন তপু, নির্বাহী পরিচালক (আবঃ) বিগ্রেডিয়ার জেনারেল এ. জে. এম ফজলুর রহমান, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুস সালেহীন, কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি ছিদ্দিকুর রহমান ভূঞা ও আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু ।

এ সময় বক্তারা আশা ব্যক্ত করেন, স্বল্প খরচে মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে এই এলাকার অসহায়, দরিদ্র মানুষের সুস্থ চোখ ও সুস্থ দৃষ্টি রক্ষার্থে ভূমিকা রাখবে ‘মানিকখালী হাওর চক্ষু ক্লিনিক’।

(ডিডি/এসপি/জুন ১৯, ২০২১)