ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
কদম হাসে
২০২১ জুন ২৫ ১৯:০৮:২৬
আলাউদ্দিন হোসেন
কদম হাসে বর্ষাজুড়ে
বৃষ্টি করে আড়ি
পাপড়িগুলো জ্বলে ভাসে
দৃশ্যটা বেশ ভারী।
কিশোর তরুণ কদম পাড়ে
মনে খুশির রং
নববধূ অবাক চোখে
দেখে রঙিন ঢং।
মেঘের ডাকে হেলে দুলে
খি খি করে হাসে
পাপড়িগুলো জ্বলে ভিজে
পড়ে সবুজ ঘাসে।
