ঢাকা, সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

প্রশংসায় ভাসছেন গোয়ালন্দের ইউএনও আজিজুল হক মামুন 

২০২১ জুন ২৮ ১৯:০৩:৫২
প্রশংসায় ভাসছেন গোয়ালন্দের ইউএনও আজিজুল হক মামুন 

এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা করোনার সংক্রমণ এড়াতে বিভিন্ন প্রদক্ষেপ হাতে নিয়েছে সরকার। সরকারের এ সব নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে স্থানীয় প্রশাসন। তবে এসব নির্দেশনা পালনে একটু বেশি তৎপর ও আন্তরিকতা দেখা গেছে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক মামুন।তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলছেন উপজেলার এ প্রান্ত থেকে আরেক প্রান্তে।

জনগণকে সচেতন করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিন্ম আয়ের মানুষের খোঁজ-খবর রাখছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ সহ মানুষের মুখে মুখে প্রশংসায় ভাসছেন তিনি।

তারি ধারাবাহিক অংশ হিসেবে উপজেলার সকল ইউনিয়নে করোনা ভাইরাস (কোভিড -১৯) এর কারনে জরুরী পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এ উপজেলার জনগণকে সচেতন করার লক্ষ্যে ব্যানার ফেস্টুন ও লিফলেট বিতরণ করছেন।

সরোজমিনে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুনের পরামর্শক্রমে উপজেলার সকল মসজিদের ইমামরা মুসল্লিদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার চেষ্টা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে সকল মন্দিরে মন্দিরে পুরোহিতরা ভক্তদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছেন।

দেশের বৃহত্তম যৌনপল্লী দৌলতদিয়া যৌনপল্লীতে যেন বাইরের লোক প্রবেশ না করে সেদিকে তিনি খেয়াল রাখেন। যৌনকর্মীদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার চেষ্টা করছেন।

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পথ দৌলতদিয়া ঘাট সেখানে দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ড্রাইভাররা এসে থাকেন। ট্রাক ড্রাইভাররা এসে যেন হোটেলে না থাকতে পারে সেজন্য হোটেল ব্যবসায়ীদের হোটেল বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন এই ইউএনও।

চলমান সরকার ঘোষিত জেলাভিত্তিক লকডাউন চলছে। তারই ধারাবাহিকতায় কর্মহীন হয়ে পড়া মানুষ এর বাড়িতে বাড়িতে রাতের আধারে খাবার পৌঁছে দিচ্ছেন এই ইউএনও।

প্রায় দুই মাস যাবত কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেয়া সহ করোনাভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করেছেন গোয়ালন্দের এই ইউএনও।

তার কর্মকাণ্ডের গোয়ালন্দ উপজেলা বাসির মনে ব্যাপক সাড়া পড়েছে। গোয়ালন্দ উপজেলা বাসির মুখে মুখে তিনি প্রশংসায় ভাসছেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক মামুন বলেন, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের ৭ জেলার মধ্যে আমাদের রাজবাড়ী জেলা লকডাউন চলছে। সেজন্য গোয়ালন্দ উপজেলার হাট-বাজার বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি খেটে খাওয়া ও অসহায় মানুষগুলো ক্ষতির সম্মুখীন হবে। তাদের একজনের রোজগারে পুরো পরিবার চলতো। এখন তাদের উপার্জন বন্ধ। এ জন্য সাধ্য অনুযায়ী আমি তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি।

(এইচ/এসপি/জুন ২৮, ২০২১)