ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

লাবণ্যর জন্য কদম ফুল

২০২১ জুলাই ০১ ১৩:২৪:৫৫
লাবণ্যর জন্য কদম ফুল








শেলীনা রশিদ শেলী
লাবন্য আজ সেই পহেলা আষাঢ়, তোমার চলে যাবার ক্ষন। অন্তিম শয়নে থেকেও তোমার মনে ছিলো আজ পহেলা আষাঢ়। আমি উদভ্রান্তের মতো দৌড়েছিলাম কি ভাবে তোমাকে বাঁচাবো? কিভাবে তোমার প্রান ভোমড়া ধরে রাখবো? কিন্তু সব বৃথা করে তুমি তোমার অন্তিম গন্তব্য বেছে নিলে আমার কথা একটুও ভাবলে না? এই আমাকে একাকি করে চলে গেলে? হায় লাবন্য তোমার শেষ চাওয়াটা আমি পুরণ করতে পারি নি। তুমি হঠাৎ চোখ মেলে বলেছিলে আজ পহেলা আষাঢ় আমাকে একটা কদম ফুল এনে দিবে? হায় লাবন্য তোমার অন্তিম সময়ে তোমাকে ছেড়ে কদম ফুল আনতে পারিনি। সে কথা আমাকে এখনো কুড়েকুড়ে খায়।

এসেছে আষাঢ়। আমি ছুটছি কদমের খোঁজে। জানো যে ছেলেটার কাছ থেকে তোমার জন্য ফুল কিনতাম সেই যে পার্কের কোনাটায় বসে। সে আজ কদম বিক্রি করছে যেয়ে দেখি সব কদম বিক্রি হয়ে গেছে, শুধু একটা আছে নিয়ে নিলাম তোমার জন্য। তুমি খুসি তো লাবন্য? লাবন্য দেখো আমি এসেছি তোমার প্রিয় কদম নিয়ে,। তুমি চেয়ে দেখো তোমার শিয়রে দিয়েছি তোমার ভালোবাসা ফুল। হায় লাবন্য এই আষাড়ে কেনো থাকলে না?তুমি থাকলে দেখতে পেতে ঘরের পেছনের খালি জায়গায় অনেক গুলো কদম গাছ লাগিয়েছি ছোট এখনো ফুল ধরেনি আগামী বছর যদি বাঁচি এখান থেকেই তোমাকে কদম ফুল দিতে পারবো। সবাই আমাকে দেখে হাসে পাগল বলে আর কোনো গাছ পেলে না? এতো কদম গাছ কেউ লাগায়? কিন্তু ওরা কিভাবে বুঝবে এটা দিয়েই আমার তোমার সাথে প্রথম দেখা হয়েছিলো। কোনো এক আষাড়ে ঝুম বৃষ্টিতে আমার হাতে কদম ছিলো, তুমি দেখেই ভিজতে ভিজতে দৌড়ে এসে জিজ্ঞেস করেছিলে এই ফুল কোথায় পেলাম। আমি মুচকি হেসে বলেছিলাম আপনি নিবেন ধরেন। তুমি ইতস্ততভাবে প্রথম না করেও নিয়েছিলে। লাবন্য আজ যদি তুমি থাকতে হাজার হাজার কদম এনে দিতাম তোমার পায়। লাবন্য দেখো আজো বৃষ্টি হচ্ছে সেদিনের মতো কিন্তু তুমি হীন বৃষ্টি আমাকে আর রোমাঞ্চিত করে না। ওপরে ভালো থাকো লাবন্য। এই কদমটা তোমাকে দিয়ে গেলাম।