ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

বাংলাবান্ধায় আমদানি-রফতানি শুরু

২০২১ জুলাই ৩১ ১২:৩৮:০০
বাংলাবান্ধায় আমদানি-রফতানি শুরু

স্টাফ রিপোর্টার : দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় আমদানি-রফিতানি কার্যক্রম ১২ দিন ছুটির পর শুরু হয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

বন্দরের কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন।

গত ১৯ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় স্থলবন্দর (বিবিআইএন) বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে সকল আমদানি-রফতানি কার্যক্রম ১২ দিন বন্ধ রাখা হয়।

(ওএস/এএস/জুলাই ৩১, ২০২১)