ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল ইন্দোনেশিয়া

২০২১ আগস্ট ০২ ১৬:৩৬:৪২
ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল ইন্দোনেশিয়া

স্পোর্টস ডেস্ক : নারীদের দ্বৈত ব্যাডমিন্টনে চমক দেখিয়ে ইতিহাস গড়ল ইন্দোনেশিয়া। বিশ্বের চতুর্থ বাছাই চীনের জুটিকে সরাসরি হারিয়ে স্বর্ণ জিতে নিয়েছে ইন্দোনেশিয়ার অ-বাছাই জুটি গ্রেসিয়া পলি ও আপ্রিয়া রাহায়ু।

সোমবার টোকিও অলিম্পিকের দশম দিনে নারীদের দ্বৈত ব্যাডমিন্টনে চীনের চেন কিং চেন ও জিয়া ই ফানকে ২১-১৯ ও ২১-১৫ সেটে হারিয়েছে গ্রেসিয়া পলি ও আপ্রিয়া রাহায়ু জুটি।

ম্যাচ চলাকালীন সময়ে দ্বিতীয় সেট জিততে যখন মাত্র ৩ পয়েন্ট বাকি ছিল ইন্দোনেশিয়ার, তখন পলির র‍্যাকেট ভেঙে যায়। ফলে র‍্যাকেট বদলানোর জন্য কোর্টের বাইরে যেতে হয় পলিকে।

কিন্তু এজন্য খেলা থামানোর উপায় ছিল না। তাই চীনের চেন কিং চেন ও জিয়া ই ফান জুটির বিপক্ষে একাই খেলতে থাকেন রাহায়ু এবং সেই পয়েন্টটি জিতে নেন।

এতেই মূলত নিশ্চিত হয়ে যায় মুসাশিনো ফরেস্ট প্লাজায় বিশেষ কিছুই করে দেখাবে ইন্দোনেশিয়া। তারা ম্যাচ পয়েন্ট জেতার পর সেটি চ্যালেঞ্জ করে চীন। সেই কল নিজেদের পক্ষে আসার পর কোর্টেই কান্নায় ভেঙে পড়েন পলি ও রাহায়ু।

ইন্দোনেশিয়ার অলিম্পিক ইতিহাসে নারী দ্বৈতে এটিই প্রথম স্বর্ণ জয়ের ঘটনা। যার সুবাদে চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে অলিম্পিক ব্যাডমিন্টনের প্রতিটি ডিসিপ্লিনে স্বর্ণ জেতার নজির গড়ল ইন্দোনেশিয়া।

এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়ার কিম সোয়েং এবং কং হেয়ং জুটি। স্বদেশি লি সোহি ও শিন সিউংচান জুটিকে ২১-১০ ও ২১-১৭ পয়েন্টে হারিয়ে তৃতীয় হওয়ার মাধ্যমে ব্রোঞ্জ জিতেছে তারা।

(ওএস/এসপি/আগস্ট ০২, ২০২১)