ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ডিসলাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

২০২১ আগস্ট ০৩ ১৮:০১:০৫
ডিসলাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ডিসলাইনের কাজ করতে গিয়ে আমির হামজা (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে পৌর শহরের কবরস্থান এলাকায় লাইন মেরামতের সময় বিদ্যুতের শকে ছিটকে পড়ে লোহার আঘাতে মারা যান তিনি।

নিহত ডিসশ্রমিক পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ মুন্সিপাড়া এলাকার মৃত আমজল মিয়ার ছেলে।

তথ্য নিশ্চিত করে ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেক জানান, পৌর শহরের ধর্মকুড়া বাজারে একটি ডিসকন্ট্রোল রুমে কাজ করতেন আমির হামজা। দুপুরে কবরস্থান এলাকায় একটি বাড়িতে ডিস লাইনের কাজ করতে যান। কাজের এক পর্যায়ে বিদ্যুতের শকে তিনি ছিটকে পড়লে মাথায় লোহার আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান জানান, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(আরআর/এসপি/আগস্ট ০৩, ২০২১)