ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » প্রবাসের চিঠি » বিস্তারিত

চিকিৎসা শুরুর ৮ মাস পর সিডনিতে ভুয়া চিকিসক আটক

২০২১ আগস্ট ১১ ১৬:৪০:৩২
চিকিৎসা শুরুর ৮ মাস পর সিডনিতে ভুয়া চিকিসক আটক

সুরঞ্জিত বিশ্বাস সুমন, সিডনি : চিকিৎসা শুরুর ৮ মাস পর অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংক্স টাউনে এক ভুয়া চিকিসককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার ব্যাংক্সটাউন-লিডকম হাসপাতালের মুখপাত্র বিষটির সত্যতা নিশ্চিত করে জানান, আটক ২৭ বছর বয়সী চিকিৎসক অস্ট্রেলিয়ান হেলথ প্র্যাকটিশনার রেগুলেশন এজেন্সি হতে রেজিস্টার চিকিৎসক নন। তিনি ভুয়া সনদ দিয়ে দীর্ঘ ৮ মাস চিকিসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টির পর তার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এবং একটি কমিটি করা হয়েছে বিষটি তদন্ত করার জন্য।

এদিকে, নিউ সাউথ ওয়েলস পুলিশ জানান, আটক নারী এবছরের জানুয়ারি মাসে এই হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেন। তবে কিভাবে তিনি ভুয়া সনদ দিয়ে চিকিৎসা করে আসছিলেন তা তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় বাঙালি কমিউনিটি সহ সকল মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কারণ অস্ট্রেলিয়ার মতো দেশে এমন ঘটনা বিরল।

(এস/এসপি/আগস্ট ১১, ২০২১)