ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো নাম ব্যবহারের নির্দেশ

২০২১ সেপ্টেম্বর ২৯ ০০:০১:৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো নাম ব্যবহারের নির্দেশ

স্টাফ রিপোর্টার : শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো নাম ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। সংক্ষিপ্ত নাম ব্যবহার যথাযথ নয় বলে মনে করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জারি করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দাপ্তরিক ও অন্যান্য প্রয়োজনে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে। এ ধরনের কার্যক্রম যথাযথ নয়।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে সেসব প্রতিষ্ঠানকে সবক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশটি সব মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ ও স্কুলগুলোর প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২১)